thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘এরশাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না’

২০১৪ জানুয়ারি ০১ ১৮:৩৮:০৪
‘এরশাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের।

তিনি বলেছেন, ‘আমাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমরা তার (এরশাদ) কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’

উত্তরার নিজ বাসভবনে বুধবার বিকেলে জাতীয় পার্টির (জাপা) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। দলটির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তর এ আলোচনাসভার আয়োজন করে।

জিএম কাদের বলেন, ‘পদত্যাগ করলেও সরকারি খাতায় আমি এখনও মন্ত্রী। আমরা তো সরকারের বিপক্ষে অবস্থান নেইনি। আমরা এতগুলো মন্ত্রী। তারপরও আমাদের সভা করতে দেওয়া হচ্ছে না। আমাকে পতাকা দেওয়া হয়েছে কিন্তু পতাকার সম্মান দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।’

জিএম কাদের বলেন, ‘রাজা নাম দিলেই রাজা হওয়া যায় না, মানুষ মানলেই রাজা হওয়া যায়। এখন ক্ষমতা দখল করা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার করার জন্য। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমরা কী করছি। এসব কি মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের চেতনার নাম চাঁদাবাজি নয়।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়। যারা ক্ষমতায় আছেন, তাদের সম্পদের হিসেব নেই। এটাই কি গণতন্ত্র?’

জি এম কাদের বলেন, ‘প্রয়োজনের তাগিদেই এরশাদ জাপা গঠন করেছিলেন। তিনি সামরিক শাসক ছিলেন। তখন ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন ছিল। তাই সময়ের প্রয়োজনে জাপা প্রতিষ্ঠিত হয়েছিল। বিরূপ প্রচারণা ও কুৎসা সত্ত্বেও এরশাদ ক্ষমতা ছাড়ার পর সব আসনেই জয়ী হয়েছেন।’

তিনি বলেন, ‘জাপা এখনও বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল। তৃতীয় অবস্থানের কারণে অনেক সময় আমাদের সমঝোতা করে চলতে হয়। আমার কাছে মনে হচ্ছে, জাপা এখন বেলুনের মতো। যেকোনো সময় চুপসে যেতে পারে। যার প্রমাণ আজকে। আমাদের সঙ্গে কর্মীদের সম্পর্ক হতে হবে ত্যাগ ও ভালবাসার সম্পর্ক। ব্যবসায়িক ও লোভ লালসার ঊর্ধ্বে আমরাও যেতে পারিনি। এ ধরনের রাজনীতি করতে হবে যেখানে কর্মীরা কাজ করবে নেতাদের জন্য, নেতারা করবে জনগণের জন্য।’

এ সময় জাপার অপর এক প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বন্দি। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মীর মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাপা চেয়ারম্যানের সাংস্কৃতিক উপদেষ্টা বাদল খন্দকার, জিএম কাদেরের স্ত্রী জাপার ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাকির হোসেন মৃধা।

এর আগে সকালে গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল জি এম কাদেরের।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/ এনআই/জানুয়ারি ০১,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর