thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত’

২০১৪ জানুয়ারি ০১ ১৯:২৬:০২
‘ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে বুধবার বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

তিনি বলেন, এ দেশ মহান মুক্তিযুদ্ধে লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন সার্বভৌম দেশ। যুদ্ধ করে গোলামীর শৃঙ্খল হতে মুক্ত হয়ে পুনরায় অন্য কারও গোলামী করার জন্য এ দেশ সৃষ্টি হয়নি।

সেলিমা বলেন, কেউ যদি মনে করে এ দেশের স্বাধীনচেতা মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগের মাধ্যমে অধীনস্ত করে রাখবে তা কোনদিনই সম্ভব হবে না। জনগণ তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তা কার্যকর হতে দেবে না।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/এনআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর