thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আবাহনীর ঘাম ঝরানো জয়

২০১৪ জানুয়ারি ০১ ২০:২২:৫৩
আবাহনীর ঘাম ঝরানো জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩ দিন বিরতির পর আবাহনী ও ব্রাদার্সের ম্যাচ দিয়ে ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বুধবার অনুষ্ঠিত ম্যাচে অভিজাত পাড়ার দলটি ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাদার্সের বিপক্ষে। আবাহনীর একমাত্র গোলটি করেছেন ঘানাইয়ান ওসাই মরিসন।

মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ সেমিফাইনালে শেখ জামালের কাছে হেরে বিদায় নিয়েছিল আবাহনী। শীতের শিশির ভেজা মাঠে পেশাদার লিগের নিজেদের প্রথম ম্যাচেও স্বভাবসূলভ খেলতে পারেনি পেশাদার লিগের সবচেয়ে সফল দলটি। প্রথমার্ধে চারবারের চ্যাম্পিয়নদের চেয়ে আক্রমণের ধারটা বেশি ছিল ব্রার্দাসের। খেলার ৩৮ মিনিটে তো গোল প্রায় পেয়েই গিয়েছিল ব্রাদার্স। আকাশী শিবিরের বক্সে জটলা থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টোরি অ্যানটনির শট শহিদুল আলম সোহেল কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। এর আগে খেলার ১৫ মিনিটেও সুযোগ এসেছিল তাদের। ওই যাত্রায়ও দলকে রক্ষা করেছেন সোহেল। বক্সের মধ্যে থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের শট ঝাঁপিয়ে রক্ষা করেছেন তিনি।

বিরতির পর খেলার ৪৮ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ফেলে আবাহনী। বক্সে বাম-প্রান্ত থেকে তৌহিদের ক্রস মাথা ছুঁইয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন এক ডিফেন্ডার। পরে উড়ন্ত বলে ঘানাইয়ান ফরোয়ার্ড মরিসনের ভলি ব্রাদার্সের জাল কাঁপিয়েছে (১-০)। ৭৯ মিনিটে ফাঁকা পোস্টে ব্রাদার্সের নিশ্চিত গোল আটকে দিয়ে দলকে রক্ষা করেছেন আবাহনীর অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল। ডি বক্সের ভেতরে ব্রাদার্সের ফরোয়ার্ড রুবেল মিয়ার শট প্রায় গোল পোস্টে ঢুকে যাওয়ার মুহূর্তে দৌড়ে এসে হেড দিয়ে বল ক্লিয়ার করেছেন তিনি। ৮৫ মিনিটে কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি ব্রাদার্স। নাইজেরিয়ান ভিক্টোরিয়া এন্থনির শটে বল চলে গিয়েছে প্রতিপক্ষের দখলে। খেলার অতিরিক্ত সময়ে ৮৯ মিনিটে ব্রাদার্সের মিডফিল্ডার আবদুল মালেকের শট আবাহনীর ডিফেন্ডার আতিকুর রহমান মিশু গোল লাইন থেকে ক্লিয়ার করেছেন। এ খেলায় দুর্দান্ত খেলেছে আবাহনীর রক্ষণভাগ।

জিতলেও প্রতিপক্ষের ফুটবলারদের প্রশংসা করেছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা একটা কঠিন ম্যাচ ছিল। প্রতিপক্ষের ফুটবলাররা ভালো খেলেছে। অন্যদিকে আমাদের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কঠিন ম্যাচ ছিল এটা। জয় পেয়েছি এতেই খুশি।’ হারলেও ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন দলের পারফরমেন্সে খুশি। তিনি বলেছেন, ‘ছেলেরা ভালো খেলেছে। ভালো খেলেও হেরেছি। কারণ আবাহনী অভিজ্ঞ এবং শক্তিশালী প্রতিপক্ষ। শিশিরের এখানে ভূমিকা পালন করেছে। কিন্তু এটা হারের কারণ হতে পারে না।’

(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/এসআই/জানুয়ারি ১, ২০১৪

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর