thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘সবাই নৌকায় ভোট দিন’

২০১৪ জানুয়ারি ০১ ২১:০২:৩৬
‘সবাই নৌকায় ভোট দিন’

মুন্সীগঞ্জ সংবাদদাতা : দলমতের উর্ধে থেকে আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নির্বাচনকালীন সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ।

মুন্সীগঞ্জের বিক্রমপুর-টঙ্গিবাড়ী কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী

তোফায়েল আহমেদ বলেন, অনেক চেষ্টা করা হয়েছে। তবু নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি। এখন তো আর নির্বাচন পেছানোর সুযোগ নেই। কাজেই সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে সাগুফতা ইয়াসমিন এমিলিকে জয়-যুক্ত করুন।

টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সম্পাদক লুৎফর রহমান, তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।

(দ্য এমএস/এসবি/ এনআই/জানুয়ারি, ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর