thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফোনালাপে ফখরুলের সমালোচনায় তারেক

২০১৪ জানুয়ারি ০২ ০০:৪৭:২৩
ফোনালাপে ফখরুলের সমালোচনায় তারেক

দ্য রিপোর্ট প্রতিবেদক : লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ফোনালাপ প্রকাশ করেছে ইউটিউব। এ সময় তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন। সেই ফোনালাপের পুরো অংশ হুবহু দ্য রিপোর্টের পাঠকদের জন্য তুলে ধরা হল-

ফোনালাপের তারিখ- ২৫ ডিসেম্বর, ২০১৩

সময়- ১০ মিনিট ৩১ সেকেন্ড

ফোনালাপ শুরু হয় এভাবে-

তারেক : হ্যালো।

শমসের : হ্যালো তারেক, স্লামালাইকুম।

তারেক : কেমন আছেন?

শমসের : আর আছি দেশ যেভাবে আছে সেভাবে…..

তারেক : ওবায়দুল কাদের সাহেব দুই দিন আগে একটা কথা বলেছে, খেয়াল করেছেন নিশ্চয়?

শমসের : হ্যাঁ, খেয়াল করেছি। তুমি এই কথাটা বলছ যে, কালকে টক শোতে সাংবাদিক মাহফুজউল্লাহকে দিয়ে বলিয়েছি, অন্য কাউকে দিয়েও বলিয়েছি। সে যে কথাটা বলেছে এর মানে কী?

তারেক : সমঝোতা কারা করছে? আমাদের কারা কথা বলছে? আপনি জানেন কি?

শমসের : আমার জানা মতে সেটা হচ্ছে না।

তারেক : পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে এবং সমঝোতা হলে তারা আসতে আসতে ছাড়া পেয়ে যাবেন। হঠাৎ কিছু হয়ে যেতে পারে।

শমসের : আজকে তো আলমগীর ভাইকে তারা……..

তারেক : উনি এভাবে হাইডেন আছে কেন?

শমসের : কে?

তারেক : আলমগীর সাহেব।

শমসের : আমরা একটু পরে ম্যাডামের কাছে যাব। বসে আছি এটা কি ম্যাডামের সঙ্গে আলাপ করে….

তারেক : ওনার এখানে আলাপ করা সমস্যা আছে….

তারেক : উনি (আলমগীর) এভাবে হাইডেন-সিন করছে।

শমসের : উনি যদি ধরা পড়ে যায়….

তারেক : উনি কি কোনো কাজ করছে? এদিকে নেতাকর্মীরা মার খাচ্ছে। এতে কি ভালো হবে..

শমসের : …

তারেক : উনি কি আসলে কোনো কাজ করছে? নেতাকর্মীদের কি কোনো ইন্সস্ট্রাকশন দিচ্ছে? সে রকমটা হচ্ছে না।

তারেক : আই এম ডিসকাস উইথ ইউ। আরেকটা বিষয় আছে; এ রকম মনে হয় গুজব ছড়াচ্ছে। আমি যা শুনেছি জাস্ট সেটাই আমি আপনার সঙ্গে ডিসকাস করছি। ওবায়দুল কাদের ব্যাপারটার সাথে আপনাদের… কিছু বিদেশী গেস্টরা আসছেন, যাচ্ছেন। তারা আসলে যাতে সে রকম কিছু না হয় এ রকম কোনো কিছু চিন্তা-ভাবনা কি আছে?

শমসের : আপাতত আমার যেটা মনে হয়, গেস্টের জন্য বিরতি দেয়া না দেয়া খুব একটা অর্থ নেই, এটা আমাদের আরগুমেন্ট।

তারেক : আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন। এখন মনে হয় বিরতি দিয়ে অন্য রকম কিছুতে গেলে কি আমাদের জন্য ভালো হবে? কয়েক বার ব্রেক দেওয়া হয়েছে। যে আসবে, আসবে.. এই জিনিস যদি ব্রেক হয়..

শমসের : ব্রেক করার কোনো স্কোপ নেই, কারণও নেই। আসলে সুযোগেও নেই….

তারেক : ব্রেকে যাওয়াই যাবে না। টেক ইট কন্টিনিউ।

শমসের : অন্যরা কী বলেন না বলে….

তারেক : আপনারা তো যাচ্ছেন এটা তো কনফার্ম। আপনার সাথে হয়তো আরো কেউ কেউ যাবে… না এখন কোনো ব্রেকেই যাওয়াই যাবে না।

শমসের : আরেকটি বিষয় হচ্ছে …………..

তারেক : আপনি গ্যাপ দিয়েই বা কী করবেন। শি একসেপ্ট টু ডিমান্ড, এখানে গ্যাপ দিয়ে কী করবেন। ডিমান্ড মানলেই বা কী করবেন। সে বলবে ২৪ তারিখের পরে হবে….

শমসের : ম্যাডাম কখন প্রেস কনফারেন্স করবেন, কখন কী করবেন…

তারেক : আগামী দুই-চার দিনের মধ্যে সংবাদ সম্মেলন করতে পারেন। এর মধ্যে এডিটর আছেন যারা… মতামত দিচ্ছেন, তাদের সাথে কথা বলেতে পারেন।

শমসের : …..

তারেক : অবরোধ তুলে নিলে বহু মানুষের ক্ষতি হয়ে যাবে…

শমসের : ম্যাডামের সঙ্গে আলাপ করব..

তারেক : কেউ যদি দুই-এক দিনের জন্য অবরোধ তুলে নেন, এমন পরামর্শ দেয়। কে কে প্রপোস করে এগুলো তো চাপা থাকবে না। কারা কারা এগুলো করে। যারা যা করবে এটা চাপা থাকবে না। নিজের মানুষ মারা গেলে বের হয়ে যাবে। ক্ষতি, দায়-দায়িত্ব যারা বলবেন, তাদের নিতে হবে।

শমসের : ঠিক আছে..

তারেক : ওকে, স্লামালাইকুম।

http://www.youtube.com/watch?v=4oP7uqh2VYo#sthash.NvbpBcv8.dpuf

(দ্য রিপোর্ট/এমএইচ/এসকে/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর