thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

ভারত-পাকিস্তানের পারমাণবিক তথ্য বিনিময়

২০১৪ জানুয়ারি ০২ ০৭:০৮:২৩
ভারত-পাকিস্তানের পারমাণবিক তথ্য বিনিময়

দ্য রিপোর্ট ডেস্ক : নিজেদের পরমাণবিক সুযোগ-সুবিধার তথ্য বিনিময় করল প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। ১৯৮৮ সালের একটি চুক্তির অংশ হিসেবে বুধবার এ তথ্য বিনিময় করা হল। খবর ডননিউজের।

উভয় দেশের পারমাণবিক স্থাপনার ওপরে পরস্পরের হামলা বন্ধে ১৯৮৮ সালে এ চুক্তি করা হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ পরস্পরের মধ্যে ১৯৯২ সালের প্রথম দিন থেকেই তথ্য বিনিময় করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় দেশের নাগরিকদের পরস্পর জেলে বন্দী থাকার তালিকাও বিনিময় করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর থেকেই উভয় দেশ পরস্পরের সম্পর্ক উন্নতির জন্যে চেষ্টা করছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর