thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

২০১৪ জানুয়ারি ০২ ১১:৫৮:০২
দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরের দ্বিতীয় কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। বৃহস্পতিবার দিনের শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০১ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সাবমেরিন ক্যাবলসের। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কোম্পানির ১৩ লাখ ৭৬ হাজার শেয়ার ৮ কোটি ৯৮ লাখ টাকায় লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৬ পয়েন্টে অবস্থান করে। এদিন লেনদেন হয় ৪১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৭ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/শাহ/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর