thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দিল্লি সংসদে আস্থা ভোটে কেজরিওয়াল

২০১৪ জানুয়ারি ০২ ১২:০৫:০৯
দিল্লি সংসদে আস্থা ভোটে কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির সরকার পরিচালনার জন্য বৃহস্পতিবার রাজ্য সংসদে আস্থা ভোটের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আস্থা ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) দিল্লি সরকার চালানোর মতো সমর্থন আছে কিনা। খবর এনডিটিভির।

দিল্লির রাজ্যসভা নির্বাচনে এএপি পায় ২৮টি আসন। মোট ৭০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য দলটির প্রয়োজন ৩৬টি আসন। আর তাই বাকি আটটি আসনের জন্য এখনও দলটিকে কংগ্রেসের সমর্থনের ওপরই নির্ভর করতে হচ্ছে।

তবে আস্থা ভোটকে সামনে রেখে ইতোমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, দলটির প্রতি কংগ্রেস তার সমর্থন অব্যাহত রাখবে এবং তা পুনরায় বিবেচনা করার কোনো প্রশ্নই আসে না।

কংগ্রেসের পক্ষ থেকে দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রধান অ্যারবিন্দার সিং বলেন, ‘আমরা ঠিক করেছি বাইরে থেকে এএপিকে সমর্থন দিয়ে যাবো। আমরা এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করছি না। আমাদের পক্ষ থেকে সরকারের ভয়ের কোনো কারণ নেই।’

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/এএল/ জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর