thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিশরে পুলিশ-ব্রাদারহুড সমর্থকদের সংঘর্ষে নিহত ২

২০১৪ জানুয়ারি ০২ ১৩:০৩:৩৬
মিশরে পুলিশ-ব্রাদারহুড সমর্থকদের সংঘর্ষে নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরে মুসলিম ব্রাদারহুড ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে আরো জানায়, ‘মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা রাস্তা অবরোধ করেছে, দোকানপাটে আগুন দিয়েছে ও ভীতসন্ত্রস্ত জনগণের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।’

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ সময় মুসলিম ব্রাহারহুডের সমর্থকদের গুলি বিনিময় হয়। এতে দুইজন নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১০ জনকে গ্রেফতার করেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, রাজধানী কায়রোতে বুধবার পুলিশ বিক্ষোভরত মুরসি সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে।

২০১৩ সালের ৩ জুলাই সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকেই মিশরে অব্যাহতভাবে সংঘাত চলছে। সংঘাতে এ পর্যন্ত কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে হাজার হাজার ব্রাদারহুডের নেতাকর্মীকে। মুসলিম ব্রাদারহুডকে প্রথমে নিষিদ্ধ ও পরে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় দেশটির সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/ কেএন/এইচএসএম/এএল/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর