thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

২০১৪ জানুয়ারি ০২ ১৩:৫২:০২
শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ-এর সভাপতি হিসেবে দেওয়া এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। নির্বাচনে অংশ নেওয়া ১২টি দলের যে ছয়টি দল ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছে তার মধ্যে প্রথম দলীয় প্রধান হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৫ জানুয়ারি নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাবেন। একই সঙ্গে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও যুদ্ধাপরাধের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আওয়ামী লীগ প্রার্থীদেরকে ভোট দেওয়ার যৌক্তিকতাও তুলে ধরবেন তিনি। এ ছাড়াও নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানাবেন আওয়ামী লীগ প্রধান।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/এএল/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর