thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিএনপির এমপিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ শুক্রবার

২০১৪ জানুয়ারি ০২ ১৪:০০:৪৩
বিএনপির এমপিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ শুক্রবার

দ্য রিপোর্ট ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে শুক্রবার বিকেল ৪টায় সাক্ষাৎ করবেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির দলীয় সূত্র দ্য রিপোর্টকে এ খবর জানিয়েছে।

এর আগে ‘বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে’ এমন দাবি করে স্পিকারের হস্তক্ষেপ চান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জয়নুল আবদিন জানিয়েছেন একই ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।

(দ্য রিপোর্ট/ এমএইচ/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর