thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ম্যানইউ ছাড়া সব জায়ান্টের জয়

২০১৪ জানুয়ারি ০২ ১৪:০৫:২২
ম্যানইউ ছাড়া সব জায়ান্টের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন বছরের প্রথম দিন ভালো যায়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। হার দিয়ে বছর শুরু করেছে রেডডেভিলসরা। জয় পেয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল।

ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে টটেনহ্যাম হটস্পার। প্রথমার্ধেই তারা তছনছ করছে ম্যানইউর রক্ষণদুর্গ। ৩৪ মিনিটে স্বাগকিদের জালে বল পাঠিয়েছেন আদেবায়োর।

বিরতির পর আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। ৬৭ মিনিটে গোল করেছেন এরিকসন। প্রথমার্ধের গোলটির যোগানদাতাও ছিলেন তিনি। ২ গোল হজমের পর কোণঠাসা ম্যানইউ বাকি সময় আর খেলায় ফিরতে পারেনি। যদিও ৬৭ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছিল তারা।

ম্যানইউর পয়েন্ট খুয়ানোর ক্ষণে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ও আর্সেনাল। ম্যানসিটি ৩-২ গোলে সোয়ানসি সিটিকে, চেলসি ৩-০ গোলে সাউদাম্পটনকে, আর্সেনাল ২-০ ব্যবধানে কার্ডিফ সিটিকে এবং লিভারপুল একই ব্যবধানে হারিয়েছে হাল সিটিকে।

৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আর্সেনাল। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির ৪৪, (দ্বিতীয়), চেলসির ৪৩ (তৃতীয়), লিভারপুলের ৩৯ (চতুর্থ), এভারটনের ৩৮ (পঞ্চম), টটেনহ্যামের ৩৭ (ষষ্ঠ) ও ম্যানইউর সংগ্রহ ৩৪ (সপ্তম)।

(দ্য রিপোর্ট/সিজি/২ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর