thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সূচক বাড়লেও লেনদেন কমেছে

২০১৪ জানুয়ারি ০২ ১৫:৩৩:০৮
সূচক বাড়লেও লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। দিনের শুরু থেকে বাজার ঊর্ধ্বমুখী থাকে এবং একই প্রবণতায় লেনদেন শেষ হয়। এদিনও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর তুলনামুলক বেশি বেড়েছে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এপোলো ইস্পাতের। দিনশেষে এ কোম্পানির ৬৩ লাখ ১৮ হাজার শেয়ার ২৩ কোটি ৩৩ লাখ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া স্বল্প মূলধনী মেঘনা কনডেন্সড মিল্ক, সমতা লেদার, সিভিও পেট্রোক্যামিক্যাল এবং রহিমা ফুডের শেয়ার দর তুলনামুলক বেশি বাড়তে দেখা গেছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৬ পয়েন্টে অবস্থান করে। এদিন লেনদেন হয় ৪১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার সিএসইতে লেনদেন হয় ৪৩ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৭৪ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/আরকে/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর