thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘লাঠিয়াল বাহিনী ব্যবহার করছে সরকার’

২০১৪ জানুয়ারি ০২ ১৫:৩৬:৫২
‘লাঠিয়াল বাহিনী ব্যবহার করছে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে দেশের শিক্ষক, আইনজীবীসহ অন্যান্য পেশাজীবীদের ওপর লাঠিয়াল বাহিনী দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে।’ সুপ্রিম কোর্ট বার ভবনের পাশে বৃহস্পতিবার আইনজীবীদের প্রতীকি অনশনে বিশেষ অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি অভিযোগ করে আরো বলেন, ‘সরকার ১৫৪ আসনের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) গণতন্ত্র প্রতিষ্ঠার উপহাস শুরু করেছে।’ সরকারের মন ‘স্টিলের চেয়ে শক্ত’ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিপন্থী মহিলা আইনজীবীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, সরকার যখন কোনো হামলাকারী খুঁজে পায়নি তখন মহিলা গুন্ডাদের ভাড়া করে আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, হামলায় মহিলা আইনজীবীদের ওপর যে অত্যাচার চালানো হয়েছে তাতে সরকারের নিষ্ঠুরতার প্রমাণ মেলে। ওই হামলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের সমালোচনাও করেন তিনি।

এইচ এম এরশাদের প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরি বলেন, তাকে অসুস্থ দেখিয়ে বন্দী করে রাখা হয়েছে। এটি সরকারের আরও একটি ঘৃণীত ঘটনার বহিঃপ্রকাশ।

তিনি এ সময় র‌্যাবকে উপহাস করে বলেন, ‘এখন থেকে দেশের কেউ অসুস্থ হলে র‌্যাবকে খবর দেবেন। তারা আপনাদের উপযুক্ত স্থানে নিয়ে যাবে।’

সাবেক এ রাষ্ট্রপতি আরো বলেন, সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অনেক কথাই বলেছেন। অথচ সেই ইশতেহারে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো অনুচ্ছেদই রাখা হয়নি।

‘সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা তো দূরের কথা বরং গণতন্ত্রকে নির্মূল করতেই পুলিশ ও গুন্ডাবাহিনী ব্যবহার করছে’ বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোর্টের গেট খুলে দেওয়ার কোনো বিধি-বিধান নেই। পুলিশ এতো সাহস কোথায় পেল? তাহলে কি প্রধান বিচারপতি বা রেজিস্ট্রারের অনুমতিতেই এই ঘটনা ঘটেছে?

ওই ঘটনা যদি প্রধান বিচারপতি বা রেজিস্ট্রারের আদেশে হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/আরকে/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর