thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিএনপি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করার আহ্বান

২০১৪ জানুয়ারি ০২ ১৬:৪৩:১৯
বিএনপি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি ও জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলার জনগণকে আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। ‘স্বাধীনতাবিরোধী বিএনপি ও জামায়াত-শিবির চক্রের অব্যাহত অবরোধ-হরতাল ও নাশকতামূলক কার্যকলাপের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

শাজাহান খান বলেন, বেগম জিয়া পাকিস্তানের নতুন প্রেমে পড়েছেন। পাকিস্তানের নিন্দা প্রস্তাবে বাংলার জনগণ মর্মাহত হয়েছেন। কিন্তু তিনি হননি।

তিনি বলেন, বেগম জিয়া গোপালীদের নাম পরিবর্তন করতে চান। কিন্তু তিনি আসলে গোপালীদের নাম নয়, পরিবর্তন করতে চান বাংলাদেশের নাম। তিনি বাংলাদেশের নাম বাংলাস্তান করতে চান। কিন্তু বাংলার জনগণ কখোনোই তা হতে দিবে না।

শাজাহান খান বলেন, দেশে এখন দুটি পক্ষ হয়ে গেছে। একটি বাংলাদেশের পক্ষ। অপরটি পাকিস্তানের পক্ষ। এখন বাংলার জনগণকেই ঠিক করতে হবে তারা কোনো পক্ষ বেছে নেবেন।

এ সময় সমাবেশে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর