thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিহারে থানার ভিতরে গুলিতে পুলিশসহ নিহত ৩

২০১৪ জানুয়ারি ০২ ১৬:৫৭:২১
বিহারে থানার ভিতরে গুলিতে পুলিশসহ নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিহার রাজ্যে থানার ভিতরে গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ওই কর্মকর্তা কয়েকজন মাতালের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন।

বিহার রাজ্যের ভাইশালি জেলার বুধবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, প্রধান অভিযুক্ত শ্রীকান্ত রায় ও তার সহযোগীরা চুড়াওয়ানপুর থানার পাশে একটি স্থানে মদ খাচ্ছিলেন। এ সময় পুলিশ কর্মকর্তা অনিল কুমার তাদেরকে আটক করলে তারা তার সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। গুলি চালানোর পর শ্রীকান্ত ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

ওই এলাকার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্তদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কী বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর