thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

বই বিতরণে রেকর্ড

২০১৪ জানুয়ারি ০২ ১৭:০১:৩৩
বই বিতরণে রেকর্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সরকারের শাসনামলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, গত পাঁচ বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ১২১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ১৭২টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
দেশব্যাপি পঞ্চমবারের মতো পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন ঘোষণার সময় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকার ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ১৬ কোটি শিক্ষার্থীর মধ্যে বছরের প্রথম কর্মদিবসে ১২১ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ১৭২টি পাঠ্যপুস্তক বিনামূল্যে পৌঁছে দিয়ে সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০১০ সালের ১ জানুয়ারি থেকে শুরু করেছে এ উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ছাত্রছাত্রীরা বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যবই হাতে পায়নি। বরং তা পেতে মার্চ/এপ্রিল পার হয়ে যেতো। একইভাবে ক্লাস শুরু হতেও অনেক দেরি হতো।’

ওয়েবসাইট থেকে যে কেউ বই ডাউনলোড করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ই-বুক ফর্মে দেওয়া আছে। এনসিটিবি’র ওয়েবসাইট www.nctb.gov.bd ও www.ebook.gov.bd যে কেউ বই ডাউনলোড করতে পারবেন।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি বই, ২০১১ সালে ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি বই, ২০১২ সালে ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ কোটি ১০ লাখ ৬৮ হাজার ৩৩৩টি বই, ২০১৩ সালে ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১৬টি বই বিতরণ করা হয়েছিল।

এ বছর ২০১৪ সালে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের ৩ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন ছাত্রছাত্রীর মধ্যে ২৬৮টি বিষয়ের মোট ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও প্রথমবারের মতো চালু হওয়া প্রাক-প্রাথমিকের জন্য রয়েছে প্রায় দেড়কোটি বই।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসবি/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর