thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

কাজী ফিরোজের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকি

২০১৪ জানুয়ারি ০২ ১৭:৩৫:০৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সহিদ।

তিনি দাবি করেছেন, কাজী ফিরোজের উস্কানিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ভয়-ভীতি দেখিয়ে আসছে। হত্যা ও গুমের হুমকি দিচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করেন সাইদুর রহমান সহিদ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাপা প্রার্থী কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে এ সব অভিযোগ হাস্যকর। মানুষ জানে সহিদ কেমন। তার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে সাইদুর রহমান সহিদ আরো বলেন, ‘১ জানুয়ারি বিকেল ৩টার দিকে ডিজিএফআইয়ের সার্জেন্ট সফিকুল পরিচয় দানকারী একব্যক্তি আমাকের কচুক্ষেত ডিজিএফআইয়ের অফিসে যেতে বলে। আমি না গেলে আমাকে ধরে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়। আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ারও হুমকি দেওয়া হয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এরপরই রাত দেড়টার দিকে র‌্যাব আমার বাসার গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। আমার বাল্যবন্ধু সাবেক সেনা সদস্য হাফিজকে দু’টি লাইসেন্সকৃত বন্ধুকসহ তুলে নিয়ে যায়। পরে র‌্যাব বলে তারা না কি অবৈধ অস্ত্র পেয়েছে।’

এ ছাড়া র‌্যাব বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে বলে অভিযোগ করেন সাইদুর রহমান সহিদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সহিদের ছেলের স্ত্রী আনিকা রহমান, মেয়ে শাহানা আক্তার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর