thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

খালেদার বাসার কাছেসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০২ ১৯:০৬:১২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার পাশেসহ রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানে খালেদা জিয়ার বাসার পাশে ৬৮ নম্বর রোডে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, বাসার সামনে এমন কোনো ঘটনা ঘটেনি। এখানে তো আমরাই আছি। তবে বাসা থেকে দূরে ৬৮ নম্বর রোডে ৭টার দিকে দুর্বৃত্তরা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ধানমন্ডির সাত মসজিদ রোডে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫টি ককটেল নিক্ষেপ করলেও ১টির বিস্ফোরণ ঘটে এবং ৪টি অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মুহাম্মদ মাসুদ করিম বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না।

এ ছাড়া মৎসভবন এলাকায় সাড়ে ৬টার দিকে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/এমএইচও/জেএম/আরকে/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর