thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নির্বাচনের দিন ৫ জেলায় আর্থিক প্রতিষ্ঠান খোলা

২০১৪ জানুয়ারি ০২ ১৯:১২:৫৮
নির্বাচনের দিন ৫ জেলায় আর্থিক প্রতিষ্ঠান খোলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের দিন ৫ জেলায় আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০১.১২-২৮১ এর মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ০৫ জানুয়ারি, ২০১৪ তারিখ রবিরার ০৫টি জেলা(জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর) ব্যতীত অবশিষ্ট সব জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতদপ্রেক্ষিতে,আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের

ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে উপর্যুক্ত ০৫টি জেলা ব্যতীত অবশিষ্ট ৫৯টি জেলার আর্থিক প্রতিষ্ঠানসমূহের সকল কার্যক্রম আগামী ০৫ জানুয়ারি, ২০১৪ তারিখ রবিবার বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠানসমূহের উল্লিখিত ০৫টি জেলার সকল শাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধক্রমে নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মাহফুজুর রহমান বলেন, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলায় ভোট হবে না। তাই এ সব এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচকে/আরকে/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর