thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

নাসিমের গাড়ি বহরে হামলার নিন্দা ১৪ দলের

২০১৪ জানুয়ারি ০২ ২১:২৩:১১
নাসিমের গাড়ি বহরে হামলার নিন্দা ১৪ দলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ। রাজশাহীর চারঘাটে বৃহস্পতিবার দুপুরে নাসিমের গাড়ি বহরে ককটেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় সন্ধ্যায় এক বিবৃতিতে নিন্দা প্রকাশ করে কেন্দ্রীয় ১৪ দল।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ন্যাশনাল আওয়ামী পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণআজাদী লীগ সভাপতি আলহাজ আবদুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আহ্বায়ক রেজাউর রশিদ খান নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। অথচ দুর্ভাগ্যজনকভাবে বিএনপি-জামাতীরা গণতন্ত্রের নামাবলি গায়ে দিয়ে এক সর্বগ্রাসী, সর্বনাশা তথাকথিত অবরোধ নামক গণবিরোধী কর্মসূচি দিয়ে নাগরিক জীবনকে এক অসহনীয় দুর্ভোগে নিপতিত করেছে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের নেতারা বিবৃতিতে উল্লেখ করেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সাংবিধানিক দায়িত্ব পালনে আরও কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এ ন্যক্করজনক ঘটনাসহ অন্যান্য সহিংস ঘটনাবলির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/এসআই/জানুয়ারি ০২,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর