thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

জালিয়াতির অভিযোগে চীনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা বহিষ্কৃত

২০১৪ জানুয়ারি ০২ ২১:২৭:৪৯
জালিয়াতির অভিযোগে চীনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা বহিষ্কৃত

দ্য রিপোর্ট ডেস্ক : জালিয়াতির অভিযোগে চীনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা তং মিংকাইনকে বহিষ্কার করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পর্যবেক্ষকরা এ খবর জানিয়েছেন।

পর্যবেক্ষকরা জানান, হুনান প্রদেশের ওই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

তং মিংকাইন হুনানের সংসদীয় উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন।

এর আগে, গত সপ্তাহে স্থানীয় পৌরসভা পিপলস কংগ্রেসের নির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে পদত্যাগ পাঁচ শতাধিক আইনপ্রণেতা পদত্যাগ করেন।

হুনান প্রদেশের পিপলস কংগ্রেস এক বিবৃতিতে জানায়, ৫৬ জন প্রাদেশিক পর্যায়ের আইনপ্রণেতা নির্বাচনে জেতার জন্য পৌরসভার এমপিদের ঘুষ দেন।

এসবের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দলীয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এসআই/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর