thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নৌকায় ভোট চাইলেন আমু

২০১৪ জানুয়ারি ০২ ২২:৫৫:১৬
নৌকায় ভোট চাইলেন আমু

ঝালকাঠী সংবাদদাতা : শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় আর ক্ষমতা ছাড়লে খাদ্যে ঘাটতি পড়ে বলে মন্তব্য করেছেন ত্রাণ, দুর্যোগ ও ভূমিমন্ত্রী আমির হোসেন আমু।

আওয়ামী লীগ সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বানারীপাড়া-উজিরপুরবাসীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বানারীপাড়া পাইলট বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনূস এমপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আমু বলেন, ‘১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষি ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা চালু করেছেন। এ সরকার শিক্ষকসহ সব চাকরিজীবীর বেতন ভাতা বাড়ানোর পাশাপাশি পদমর্যাদা বাড়িয়েছেন।’

আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিরোধী দলের উদ্দেশে আমু বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে হরতাল অবরোধের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছেন।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুনছুর আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌরমেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম নিলু প্রমুখ।

(এসএমআর/এনডিএস/জানুয়ারি ০২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর