thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

৫৯ জেলায় শুক্র-শনি ব্যাংক খোলা

২০১৪ জানুয়ারি ০৩ ০০:৩৬:০৫
৫৯ জেলায় শুক্র-শনি ব্যাংক খোলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে শুক্র ও শনিবার ৫৯ জেলায় তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর বাদে দেশের বাকি জেলাগুলোর সব ব্যাংকের শাখা অফিসের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। ওই পাঁচ জেলার সবগুলো আসনেই একজন করে প্রার্থী থাকায় তারা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে এ সব জেলায় আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণের প্রয়োজন পড়বে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর বাদে দেশের বাকি সব জেলার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ ও ৪ জানুয়ারি ৫৯ জেলার সব তফসিলি ব্যাংক খোলা রাখতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ চিঠি বুধবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে কর্তব্যরত ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টাকা তোলার সুবিধার্থে জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলা ছাড়া বাকি ৫৯ জেলার সব তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এমসি/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর