thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বোমা হামলা আওয়ামী তাণ্ডবের অংশ : ফখরুল

২০১৪ জানুয়ারি ০৩ ০০:৪৬:২৯
বোমা হামলা আওয়ামী তাণ্ডবের অংশ : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা সুরক্ষিত দূতাবাস এলাকায় বিরোধীদলীয় নেত্রীর বাসা লক্ষ্য করে বোমা হামলা আওয়ামী অস্ত্রধারীদের তাণ্ডবেরই ধারাবাহিক অংশ।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা লক্ষ্য করে দুর্বৃত্তদের বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি অভিযোগ করেছেন, বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারির প্রহসনমূলক ও পাতানো নির্বাচন করতে বিরোধীদলীয় আন্দোলনকে দমন-পীড়ণ চালিয়ে নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, গণগ্রেফতার ও অপহরণ করে চলেছে।

ফখরুল বলেন, ‘বর্তমান ফ্যাসিষ্ট সরকারের একটাই লক্ষ্য যে কোনো উপায়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কণ্ঠরোধ করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বলিষ্ঠ গণতান্ত্রিক পদক্ষেপগুলোকে স্তব্ধ করাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।

ফখরুল আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা নি:সন্দেহে জাতিকে স্তম্ভিত করেছে। এ ধরনের বোমা হামলার ঘটনায় এখনও কোন দুস্কৃতকারী গ্রেফতার না হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দুস্কৃতকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা ও তার জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘এই সমস্ত হামলা ও উস্কানীমূলক কর্মকাণ্ড বর্তমান চলমান আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ করতে পারবে না। এহেন কর্মকাণ্ডে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে।’

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘এ সমস্ত নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধ করুন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, বিরোধীদলীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করুন।’

মির্জা ফখরুল অবিলম্বে বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে আওয়ামী বোমা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমসি/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর