thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

ওয়েববেইজড এই গণমাধ্যম সম্প্রচার মাধ্যমের বিকল্প হিসেবে কাজ করবে

২০১৪ জানুয়ারি ০৩ ০৭:০৫:০৯
ওয়েববেইজড এই গণমাধ্যম সম্প্রচার মাধ্যমের বিকল্প হিসেবে কাজ করবে

‘আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম আমাদের সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণ করার জন্য যে উদ্যোগ নিয়েছে আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে এবং আজকে তথ্যপ্রযুক্তি যেভাবে সারা পৃথিবীকে একটি বিন্দুতে পরিণত করেছে, সারা পৃথিবীতে যেভাবে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে সেই তথ্যপ্রযুক্তি পরিপূর্ণ ব্যবহার আমরা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে পাব এটি আমি আশা করি।

ওয়েববেইজড এই গণমাধ্যম সম্প্রচার মাধ্যমের বিকল্প হিসেবে কাজ করবে, মুদ্রণ মাধ্যমের বিকল্প হিসেবে কাজ করবে, ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে সাধারণ মানুষের কম্পিউটার টার্মিনালে তথ্য পৌঁছে দিবে এবং এটি যে মুহূর্তের মধ্যে ঘটবে সেটি তাদের কার্যক্রমে আমরা উপলব্ধি করি।

ইতোমধ্যে তাদের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আমি আশা করি, পরীক্ষামূলক কার্যক্রম থেকে যখন সত্যিকার অর্থেই তাদের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের দ্বারে পৌঁছাবে তখন এই গণমাধ্যম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের কার্যক্রমের সাথে আমাদের সাধারণ মানুষ আরও বেশি ঘনিষ্ঠ হবে, আরও বেশি একটি ইন্টারঅ্যাক্টিভ মোডে তারা যাবে।

এই যে ইন্টারঅ্যাকশন হবে গণমাধ্যমের সাথে গণমানুষের সেটিই আমাদের তথ্যপ্রযুক্তির কল্যাণে আরও বহুগুণ বিস্তৃত হবে। সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের ১৬ কোটি মানুষের দেশে সাধারণ মানুষের যে তথ্য চাহিদা সেটি সম্প্রচার মাধ্যম, মুদ্রণ মাধ্যমের এই সীমিত পরিসরে কিন্তু কখনই সম্পূর্ণ করা যায় না।

তথ্যপ্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে সাধারণ মানুষের তথ্য চাহিদা পরিপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের শুভানুধ্যায়ী, অগণিত পাঠক, দর্শক, শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে এই গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট মালিক, পরিচালক, সাংবাদিক, কর্মকর্তা ও কলাকৌশলীদের আমি অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই বিজ্ঞাপনদাতাসহ সকলকে।’

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর