thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ড. শামসুল আলম,  সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)

আশা করব তারুণ্যকে প্রাধান্য দেবে

২০১৪ জানুয়ারি ০৩ ০৭:৩০:০৯
আশা করব তারুণ্যকে প্রাধান্য দেবে

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে শুভ উদ্বোধনকে আমি স্বাগত জানাই। আমি এর কল্যাণ ও বিস্তৃতি কামনা করি। আজকের এই ডিজিটাইজেশনের যুগে এখন সাধারণত সমুদয় বিশ্বে যে কোনো নিউজ অনলাইনে পড়া হয়। সেই অর্থে ডিজিটাইজেশনের এই যুগে এখন পাঠক বিশ্বব্যাপী। দ্য রিপোর্টের উদ্বোধনে আমি এর শুভ কামনা করি।

আশা করব, এটি প্রাধান্য দেবে এ দেশের তারুণ্যকে, যে তারুণ্য বাংলাদেশের ভবিষ্যৎ। এই অনলাইন পত্রিকাটি গুরুত্ব দেবে বস্তুনিষ্ঠতায়, গুরুত্ব দেবে জনগণের চাহিদার। এটি বিশেষ কোনো গোষ্ঠীর হয়ে বা কোনো ব্যবসায়ী মহলের মুখপত্র হয়ে উঠুক এমনটা আমরা অবশ্যই চাইব না। আমরা চাইব এটি সত্যিকার অর্থেই জনগণের মুখপত্র হোক। প্রকৃত তথ্য যেন এর থেকে পাঠকরা জানতে পারে। তাহলেই এর জনপ্রিয়তা পাবে, বেঁচে থাকবে। যাত্রাপথ শুরু করায় আমাদের অনলাইন পত্রিকার ক্ষেত্রে একটি নতুন সংযোজন এবং এটি আমি আশা করি এই নতুন চ্যালেঞ্জকে বিশেষ করে বাংলাদেশ এখন একটি যুগ সন্ধিক্ষণে এই অর্থে যে আমরা অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছি।

অর্থনীতি, সামাজিক ও শিক্ষার ক্ষেত্রে আমাদের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশ এখন বিশ্বে খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতির ক্ষেত্রে, অর্থনীতির সাফল্যের ক্ষেত্রে একটি বিশেষ স্থান করে নিয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশকে ইতিবাচকভাবে এই অনলাইন পত্রিকাটি তুলে ধরবে এটি আমরা আশা রাখি।

হতাশা থেকে বেরিয়ে জাতি কীভাবে অগ্রসর হবে সে পথ দেখাতে এই অনলাইন পত্রিকাটি অগ্রপথিক হিসেবে দায়িত্ব পালন করবে। একজন নাগরিক হিসেবে এটি আমার কামনা। এর যাত্রাপথ শুভ হোক সব মহলে সমাদৃত হোক আমি এটাই চাই। এর সাথে যারা জড়িত তাদের সাফল্য কামনা করি।

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর