thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

আসিনসুল হক, সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসিআই ও সার্ক চেম্বার অব কমার্স

সাহসের সাথে সত্যকথা বলতে হবে

২০১৪ জানুয়ারি ০৩ ০৭:৫০:৩৮
সাহসের সাথে সত্যকথা বলতে হবে

আজকাল ইন্টারনেটে খবর পড়া এক ধরনের অভ্যাস হয়ে পড়েছে। যার কাছে ইন্টারনেট কানেকশন আছে, হাতে মোবাইল ফোন আছে, সেই ইন্টারনেটে পড়ে। ইন্টারনেটে অনলাইন নিউজ পোর্টাল পড়া, খবর দেখা, ছবি দেখা মোটামুটি একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যার হাতে একটি ইন্টারনেট মোবাইল ফোন আছে, সে সব সময় তার খবরটি দেখতে চায়। যার কারণে সব কাগজই তাদের অনলাইন সংস্করণ করছে। অনলাইন রিপোর্ট পড়া, রিপোর্ট করার এ সংস্কৃতি দ্রুত প্রচার হচ্ছে, প্রসার পাচ্ছে এবং জনপ্রিয়তাও পাচ্ছে। সুতরাং এটি আজ খবরের অন্যতম মাধ্যম হয়ে পড়েছে।

বাংলাদেশে এই অনলাইন রিপোর্টিং করার মতো অনেক সংস্থা, অনেক অনলাইন কাগজ আত্মপ্রকাশ করছে। এটাকে অগণিত বলব কি না জানি না, তবে অনেক অনলাইন রিপোর্টিং অর্গানাইজেশন বা পেপার আজকে আসছে। সেই জায়গাতে নিজেদের জায়গা করে নিতে হলে একটি কোয়ালিটি অনলাইন নিউজ পোর্টাল স্থাপন করতে হবে। সত্য কথা বলতে হবে, সাহসের সাথে বলতে হবে। তবে বানিয়ে কিছু বলা যাবে না। চুটকি খবর করা যাবে না। তাতে স্থায়িত্ব বেশি দিন হবে না।

আমরা শুনতে পেয়েছি পরীক্ষামুলক সংস্করণের দু’মাসের মধ্যে এ অনলাইনটি অনেক দূর এগিয়েছে।

কাজেই কোয়ালিটি যদি আনতে পারে। তাহলে আমরা মনে করি, এটি একটি ভালো মাধ্যম হবে; যেটিতে আমরা সব সময় নক করব। আমি পত্রিকাটির স্বার্থকতা কামনা করি। আমাদের শুভেচ্ছা রইল।

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর