thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মির্জ্জা আজিুজুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা

তরুণদের আগ্রহ ইন্টারনেটে খবর পড়া

২০১৪ জানুয়ারি ০৩ ০৭:৪০:০৮
তরুণদের আগ্রহ ইন্টারনেটে খবর পড়া

বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের ব্যবহার যথেষ্ট বেড়েছে। আমি লক্ষ্য করছি, বিশেষ করে তরুণ সমাজের যারা একেবারেই তরুণ তারা প্রিন্টেট নিউজ পেপার এত বেশি পড়ছে না। বরং তাদের আগ্রহ হচ্ছে ইন্টারনেটে যে সব তথ্য, খবর পাওয়া যাচ্ছে সেগুলো সম্পর্কে নিজেদের অবহিত করা। এই পরিপ্রেক্ষিতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমইন্টারনেটের মাধ্যমে খবর প্রকাশের উদ্যোগকে স্বাগত জানাই।

আশা করছি, এতে যে প্রতিবেদনগুলো প্রকাশ হবে, তা বস্তুনিষ্ঠ হবে।

একটা দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রায় সব প্রফেশনেই মতামত প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার অভাব পরিলক্ষিত হয়। সাংবাদিকদের মধ্যেও এ প্রবণতা বিদ্যমান। অতি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে যা ঘটেছে, সেখানে তার দুঃখ জনক প্রতিফলন দেখেছি।

আশা করছি এ প্রতিষ্ঠানটি (দ্য রিপোর্ট) এ ধরনের প্রবণতা অর্থাৎ সংবাদ পরিবেশনে তার নিজস্ব বা ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত না হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। অনেক ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে। সে ক্ষেত্রে যেটা করা উচিত, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া। পাঠক যারা আছেন, যারা খবর দেখবেন এবং পড়বেন তারা তাদের নিজস্ব মতামত ও সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন দৃষ্টিকোণ ও সিদ্ধান্ত বিশ্লেষণ আসে সেগুলোকে বিবেচনায় নিয়ে পাঠকরা সিদ্ধান্ত নেবেন তারা কোন মতামতটিকে সঠিক বলে মনে করেন।

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর