thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

কবি আল মাহমুদ

সত্যান্বেষী মানুষ সর্বজয়ী হয়

২০১৪ জানুয়ারি ০৩ ০৯:২৩:১২
সত্যান্বেষী মানুষ সর্বজয়ী হয়

দ্য রিপোর্টটুয়েনটিফোরডটকম এর কাছে প্রত্যাশা কী- এটা সহজে বললে, সত্যান্বেষী মানুষ সর্বজয়ী হয়। আপনাকে, আপনার (দ্যরিপোর্টটুয়েনটিফোরডটকম-এর) কাছে আমরা আশা করি, সত্য এবং নিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়ে কাজ করবেন। তাহলে আপনি এমন কিছু বিষয় উত্থাপন করতে পারবেন, যা হয়তো সচরাচর দেখা যায় না। সাহসের সাথে কাজ করতে হবে, সত্যের পক্ষে।

বর্তমানে বহমান সময় যতগুলো উৎক্ষেপ আছে, ভালো দিক, অন্ধকার যদি থাকে তা সেটাও সব কিছু মিলিয়ে সময়কে বিচার করতে হবে এবং সময়কে চোখের সামনে দেখতে হবে যে, কীভাবে সে চলে যাচ্ছে। এই যে অতিক্রমণ, কালের অতিক্রমণ- এটার একজন সাক্ষী আপনাকে হতে হবে।

আপনি মানুষকে কী দিতে চান, সেটা আপনার মধ্যে স্পষ্ট কিনা? যদি আপনার মধ্যে স্পষ্ট থাকে যে, মানুষকে আমি এটা দিতে চাই, তাহলে সেটা আমার মনে হয় ভালো হবে এবং সেটা বিজয়ী হবে। আপনি, এ সময়ের একটা ব্যাখ্যা আপনার কাছে থাকা দরকার।

আমি এর সাক্ষী থাকব, এ কালের বিবর্তনের এবং কাল অতিক্রমণের আমি একজন সাক্ষী থাকব, আমি দেখব, আমি লিখব, আমি সব কিছু আঙ্গুলে বাঁজিয়ে পরীক্ষা করব এবং আমি এটা আমাদের জনগণের কাছে একটি সত্যভাষণ, বিবৃতি বা কিছু- এই আকারে উত্থাপন করব। এটাই তো কথা।

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর