thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

আস্থা ভোটে উৎরে গেলেন কেজরিওয়াল

২০১৪ জানুয়ারি ০৩ ০৯:৪৫:২১
আস্থা ভোটে উৎরে গেলেন কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংসদে আস্থা ভোটেও জিতে গিয়েছেন। ৭০ সদস্যের সংসদে ৩৮ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

আস্থা ভোটে জেতার পর কেজরিওয়াল জানান, ‘দিল্লির জনগণের বিজয় হয়েছে আজ।’

এ সময় তার সরকার কংগ্রেস, বিজেপি এমন কী তার নিজের দলের মধ্যকার দুর্নীতিকেও প্রশ্রয় দেবে না বলে প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল।

কংগ্রেসের আটজন সংসদ সদস্য, জনতা দল ইউনাইটেডের সংসদ সদস্য শোয়েব ইকবাল ও একজন স্বতন্ত্র সংসদ সদস্য আস্থা ভোটে আম আদমি পার্টিকে সমর্থন জানান। তবে বিজেপির ৩২ জন সংসদ সদস্য কেজরিওয়ালের বিপক্ষে ভোট দিয়েছেন। (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর