thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ভূমধ্যসাগরে ২৩৩ জন ট্রলারযাত্রী উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৩ ০৯:৫০:২০
ভূমধ্যসাগরে ২৩৩ জন ট্রলারযাত্রী উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : ভূমধ্যসাগরে ঝড় ও ঢেউয়ের কবলে পড়া ট্রলার থেকে ২৩৩ যাত্রীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। ট্রলারটি অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ায় প্রতিকূল আবহাওয়ার মুখে ডুবে যাচ্ছিল বলে বৃহস্পতিবার ইতালির নৌবাহিনী সূত্র জানায়। খবর সিএনএন।

ইতালি থেকে ৮০ মাইল দক্ষিণে ভূমধ্যসাগরের ল্যামপেদোসা দ্বীপের নিকট থেকে এসব যাত্রীদের উদ্ধার করা হয়।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ২৩৩ অভিবাসীকে বহনকারী ট্রলারটির দৈর্ঘ্য মাত্র ১০ মিটার। এর কোনো যাত্রীর কাছেই লাইফ জ্যাকেট ছিল না।

এর আগেও ২০১৩ সালে অভিবাসীদের ট্রলারডুবিতে কয়েকশ লোক মারা গিয়েছিল। মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এ সব অভিবাসীরা ছোট ছোট ট্রলারে চড়ে ইউরোপে প্রবেশ করতে ইতালি উপকূলের দিকে যাত্রা করেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর