thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সপ্তাহ শেষে বাজার মূলধন ও সূচক বেড়েছে

২০১৪ জানুয়ারি ০৩ ১৪:৫৯:৫১
সপ্তাহ শেষে বাজার মূলধন ও সূচক বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহ শেষে দেশের উভয় পুঁজিবাজারে বাজার মূলধন ও মূল্য সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান। গত সপ্তাহে পুঁজিবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। মঙ্গলবার ব্যাংক হলিডে’র কারণে পুঁজিবাজারে লেনদেন হয়নি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স সপ্তাহশেষে বেড়েছে ২.৬৯ শতাংশ বা ১১৩ পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪২০৯ পয়েন্টে ও সোমবার ৪২৬৬ পয়েন্টে অবস্থান করে। মঙ্গলবার ব্যাংক হলিডে’র কারণে উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। বুধবার ডিএসইর মূল্য সূচক ৪২৮৬ পয়েন্টে এবং বৃহস্পতিবার ৪৩১৪ পয়েন্টে অবস্থান করে।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বাড়ে ৮ পয়েন্ট, সোমবার ৫৬ পয়েন্ট, বুধবার ১৯ পয়েন্ট এবং বৃহস্পতিবার বাড়ে ২৭ পয়েন্ট।

ডিএস-৩০ ইনডেক্স বেড়েছে ৩.৯৫ শতাংশ বা ৫৭ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.১৩ শতাংশ বা ৪৭৯ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩২ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকা, সোমবার ৩৮১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, বুধবার ৪১১ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২৮ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৯১২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৮ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৪৪ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ২৫.১৩ শতাংশ বা ১১৯ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকা। সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৭২৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের্ ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ১১ লাখ ৮১ হাজার ৪৮৬ টাকা।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৭৪টির, দর অপরিবর্তিত রয়েছে ৩২টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির।

গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২.০৯ শতাংশ বা ৫ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫১৪ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৬১ হাজার ৯২৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ১৭৩ টাকা এবং সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৯৭ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৭ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮২.১৭ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৪৯ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৭.৫১ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৬.৮২ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সপ্তাহশেষে ২.৭১ শতাংশ বা ২২৪ পয়েন্ট বেড়েছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

(দ্য রিপোর্ট/এইচকে/আরকে/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর