thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লেবাননে বোমা বিস্ফোরণে নিহত ৬

২০১৪ জানুয়ারি ০৩ ১৫:০৪:১৮
লেবাননে বোমা বিস্ফোরণে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের একটি শহরতলীতে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন। এলাকাটি শিয়া যোদ্ধা হিজবুল্লাদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার বিকেলের দিকে চালানো এ গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, বিস্ফোরণ খুব বড় না হলেও জনবহুল জায়গা হওয়ায় হতাহতের সংখ্যা এতো বেশি হয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবাননে বোমা হামলার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে এ সব হামলার ঘটনা ঘটছে বলেও মনে করা হচ্ছে।

নতুন করে চালানো এ হামলা হিজবুল্লার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওই এলাকার হিজবুল্লার নিয়ন্ত্রণাধীন অনেক বাড়ি ও কার্যালয় রয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/আরকে/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর