thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়’

২০১৪ জানুয়ারি ০৩ ১৭:৩৪:০২
‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়’

সিলেট অফিস : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘসহ বিশ্বের কাছে এক সময় বাংলাদেশের পরিচিতি ছিল তলাবিহীন ঝুড়ি। কিন্তু এখন বদনামটা পাল্টে গেছে। বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

সিলেটের সার্কিট হাউসে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এসছে, যা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন।

নির্বাচন প্রসঙ্গে ড. এ কে আবদুল মোমেন বলেন, নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠায় না, কেবলমাত্র টেকনিক্যাল সাহায্য করে।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোসহ ইউরোপ-আমেরিকার অনেক দেশেও নির্বাচনে পর্যবেক্ষক থাকে না। পর্যবেক্ষক ডেকে আনা মানে অন্যদের মাতব্বরী করতে দেওয়া।

ড. মোমেন বলেন, সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়েছে-জাতিসংঘ বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নেবে না। অথচ তার দুইদিন আগে আমরা সাড়ে ১২ শ’ শান্তিরক্ষী পাঠিয়েছি। পরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে আরও আড়াই শ’ সৈন্য চেয়েছেন। প্রধানমন্ত্রী তাতে রাজি হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমজে/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর