thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

ভোট ঠেকাতে অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতাল

২০১৪ জানুয়ারি ০৩ ১৭:৩৮:১২
ভোট ঠেকাতে অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের একতরফা নির্বাচন প্রতিহত করতে দেশবাসীকে ভোট বর্জনের ডাক দিয়ে শনিবার থেকে টানা ৪৮ ঘন্টার হরতালের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট।

অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক শুক্রবার সন্ধ্যায় গুলশানে তার বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘রবিবারের ভোট বাতিল করা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবরুদ্ধ রাখার প্রতিবাদে এই হরতাল কর্মসূচি।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনকে ‘না’ বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ‘হ্যাঁ’ বলুন।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে বলছি, রবিবার ভোট কেন্দ্র বর্জন করুন। ভোট দানে বিরত থাকুন। জনগণের আন্দোলন কখনও বৃথা যাবে না।’

একই সঙ্গে নির্বাচন বন্ধে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. ফারুক বলেন, ‘এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে প্রহসনের নির্বাচনী খেলা বন্ধ করুন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন।’

একতরফা ভোট ঠেকানোর বিষয়ে প্রশ্ন করা হলে ড. ওসমান ফারুক বলেন, ‘আমরা ইতোমধ্যে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসাহিত করতে দলীয় নেতাকর্মীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই নিরুৎসাহিতকরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে বলে আশা করছি।’

ফারুক দাবি করেন, গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এ জন্য বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জনগণকে অভিনন্দনও জানান তিনি।

তিনি বলেন, ‘সরকারের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার মুরাদনগরের বিএনপি নেতা জসিম উদ্দিনকে যৌথ বাহিনীর সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। অবরোধের তৃতীয় দিনে সারাদেশে সাড়ে ৫শ’ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসকে/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর