thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘এরশাদ কাউকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার দায়িত্ব দেননি’

২০১৪ জানুয়ারি ০৩ ২০:০৩:১৬
‘এরশাদ কাউকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার দায়িত্ব দেননি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেছেন, এরশাদ কাউকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার দায়িত্ব দেননি। নির্বাচনের নামে ইশতেহার যারা ঘোষণা করেছেন তারা নিজ দায়িত্বে করেছেন।

রাজধানীর খিলগাঁওয়ে শুক্রবার থানা জাতীয় পার্টি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, যে নির্বাচন বর্জন করার অপরাধে চেয়ারম্যানকে আটক রাখা হয়েছে সেই নির্বাচনের ইশতেহার জাতীয় পার্টি ঘোষণা করতে পারে না। যারা জাতীয় পার্টিকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন জাতি তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ২৯৯টি আসনের মধ্যে ২৬৫টি আসনেই জাতীয় পার্টি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করলেও অজ্ঞাত কারণে তা গৃহীত হয়নি, যা দেশবাসী অবগত। যারাই এই হাস্যকর নির্বাচন বর্জন করেছে বাংলার ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবুল বাসার বাসুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জাপা নেতা এমএ কাইয়ুম, জমির আলী, আনোয়ারুল ইসলাম রিপন, আশরাফ উদ্দিন, সারোয়ার হোসেন, জসিম মিয়া, চঞ্চল চৌধুরী, হেলালউদ্দিন হেলা, মোহাম্ম আলী, জাহাঙ্গীর হোসেন জাহিদ, মো. রিপন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর