thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে জাপা প্রার্থীর ক্যাম্পে আগুন

২০১৪ জানুয়ারি ০৩ ২০:১৭:৪৫
রাজধানীতে জাপা প্রার্থীর ক্যাম্পে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৪৭নং ওয়ার্ডের গেন্ডারিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ড. আওলাদকে এই ঘটনার জন্য বাবলাকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী আওলাদের সন্ত্রাসীরা জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। এই সময় ক্যাম্পে পাহারায় থাকা দলের এক কর্মীকেও মারধর করেছে তারা। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

বাবলা আরো বলেন, কয়েকদিন আগে আওলাদের বাড়ির সামনের সড়কে আমার প্রচারপত্র বিলি করার সময় আওলাদের সন্ত্রাসীরা আমার দলের এক কর্মীকে তিন ঘণ্টা আটকে রেখে মারধর করে। এই সময় তার সঙ্গে থাকা মোবাইল, টাকা ও লিফলেট ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কদমতলি থানায় মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

(দ্য রিপোর্ট/এনইউডিড/এসবি/ এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর