thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি শুরু ৭ জানুয়ারি

২০১৪ জানুয়ারি ০৩ ২১:৩২:১৩
ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি শুরু ৭ জানুয়ারি

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটর্ ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের আগামী ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি করা হবে।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আল্ভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনিত শিক্ষার্থীদের ভর্তি ফরমের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশের মূল সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্রের মূলকপি, প্রত্যেকটির ২টি করে মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত অনুলিপি, মনোনীত বিভাগীয় শিক্ষক কর্তৃক সত্যায়িত ৬ কপি ছবি (প্রবেশপত্র যে ছবি ব্যবহার করা হয়েছে), প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাকের আয়ের সনদপত্রসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুটি সত্যায়িত অনুলিপি কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন অবস্থাতেই ভর্তির সুযোগ থাকবে না।

(দ্য রিপোর্ট/জেএইচ/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর