thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেক্সিকোতে কারাগারে গোলাগুলি, নিহত ৯

২০১৪ জানুয়ারি ০৪ ১০:৩৬:৩৫
মেক্সিকোতে কারাগারে গোলাগুলি, নিহত ৯

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের একটি কারাগারে নিরাপত্তারক্ষী-কয়েদি ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে।

রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ মাইল দক্ষিণ-পশ্চিমে ইগুয়ালা শহরে শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছয়জন বন্দুকধারী চুরি করা একটি পিকআপে কারাগারে ঢোকে। এরপর তারা কয়েদি ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন হামলাকারী ও চারজন কারারক্ষী রয়েছেন।

এ সময় আহতাবস্থায় একজন হামলাকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনার তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। (সূত্র: সিএনএ)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর