thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সাবানের দাম সোয়া দুই লাখ টাকা!

২০১৪ জানুয়ারি ০৪ ১২:৩৮:৫৬
সাবানের দাম সোয়া দুই লাখ টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক : একটা গায়ে মাখা সাবানের দাম সর্বোচ্চ কত হতে পারে বলে আপনার ধারণা? ভাবছেন কত আর, খুব বেশি হলে না হয় এক হাজার টাকাই হবে।

তাহলে চোখ কপালে না তুলেই জেনে নিন, লেবাননের একটি প্রতিষ্ঠানের তৈরি গায়ে মাখা সাবানের একটি বারের দামই ২৮শ’ মার্কিন ডলার যা বাংলাদেশি দু্ই লাখ ১৬ হাজার টাকা।

কাতার রয়্যাল সোপ নামের ওই সাবানটি তৈরিতে ব্যবহার হয়েছে খাঁটি সোনার গুঁড়ো, জলপাই তেল, মধু ও হীরক চুর্ণ।

সাবানটি দিয়ে গোসলের আগে আপনাকে যে দ্বিতীয়বার ভাবতে হবে, তাতে কোনো সন্দেহই নেই। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/ জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর