আর্নল্ড শোয়ার্জনেগার টার্মিনেটর চরিত্রে ফিরছেন আর্নল্ড শোয়ার্জনেগার। হলিউডের অ্যাকশন নির্ভর সায়েন্স ফিকশন চলচ্চিত্র টার্মিনেটরের আগামী সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

আর্নল্ড শোয়ার্জনেগার

টার্মিনেটর চরিত্রে ফিরছেন আর্নল্ড শোয়ার্জনেগার। হলিউডের অ্যাকশন নির্ভর সায়েন্স ফিকশন চলচ্চিত্র টার্মিনেটরের আগামী সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

শোয়ার্জনেগার সবশেষ টার্মিনেটর-৩ এ অভিনয় করেছিলেন দশ বছর আগে। টার্মিনেটর সিরিজের প্রথম তিনটি চলচ্চিত্রে অভিনয় করলেও টার্মিনেটর-৪-এ তাকে দেখা যায়নি।

টার্মিনেটর-৫ দিয়ে জনপ্রিয় এই চরিত্রে আবার ফিরছেন ৬৬ বছর বয়সী এ অভিনেতা।

অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর রাজনীতির ময়দানে ব্যস্ত হয়ে পড়েন শোয়ার্জনেগার। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আট বছর রিপাবলিকান পার্টি থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন এই মার্কিন অভিনেতা।

মূলত, গভর্নর থাকার কারণেই টার্মিনেটর-৪ এ তাকে দেখা যায়নি।

টার্মিনেটর সিরিজের সবশেষ সিক্যুয়েলে শোয়ার্জনেগারের পাশাপাশি অভিনয় করবেন লিন্ডা হ্যামিল্টন ও মিশেল ভেইন।