দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। অন্যদিকে, পল্লবীতে বিক্ষোভ মিছিল চলাকালীন চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। রবিবার সকাল ১০টার দিকে এসব ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক দিরিপোর্ট২৪ডটকমকে জানান, তাজমহল রোডে সকাল ১০টায় জামায়াত-শিবিরের ৩০/৪০ জন কর্মী ঝটিকা মিছিল বের করে। এ সময় পাশে থাকা কর্তব্যরত পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এদিকে, সকাল ১০টার দিকে মিরপুর থানাধীন পল্লবী এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের ষড়যন্ত্র, ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা শ্লোগান দেয় এবং পরপর চারটি ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

(দিরিপোর্ট২৪/শুভ/এমএআর/জেএম/অক্টোবর ০৬, ২০১৩)