বৃষ্টিস্নাত ম্যাচে জয়ী নিউজিল্যান্ড
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিস্নাত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা ৫৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
প্রকৃতি বাধা দেওয়ার আগে পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছিল তারা। ওপেনার মার্টিন গুপটিল ৮১ রান করেন। হোল্ডারের বলে ক্যাচ আউট হন তিনি।
গুপটিল ছাড়াও রান পেয়েছেন জেসি রাইডার ৪৭, কেন উইলিয়ামন ৪৭ ও রস টেলর ৪৯। ৩৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো।
নিউজিল্যান্ড নির্বিঘ্নে ব্যাট করলেও তা পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারা মাঠে নামার আগে শুরু হয়েছিল বৃষ্টির উপদ্রুব। তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ব্রাভোদের ৩৩.৪ ওভারে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল ১৯৩।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট ১৩৪ রান তুলতে সক্ষম হয়েছিল তারা। সিমন্স ৪৩ রান করেন। এ ছাড়া অপরাজিত ৪৩ রান আসে অধিনায়ক ব্রাভোর ব্যাট থেকে।
এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডেতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড : ২৮৫/৬; ৫০ ওভার (গুপটিল ৮১, টেলর ৪৯, রাইডার ৪৭; ব্রাভো ২/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ : ১৩৪/৫; ৩৩.৪ ওভার (ব্রাভো ৪৩*, সিমন্স ৪৩; উইলিয়ামন ১/৩০)
ফল : নিউজিল্যান্ড ৫৮ রানে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি)
ম্যাচ সেরা : মার্টিন গুপটিল (নিউডিল্যান্ড)
(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ৪, ২০১৪)