‘অ্যাকশনম্যান’ পুতিন
দ্য রিপোর্ট ডেস্ক : নিজের ‘অ্যাকশনম্যান’ ইমেজ দেখানোর সুযোগ কখনো মিস করেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শীতকালীল অলিম্পিকের ভেন্যু সোচি পরিদর্শনকালে বরফের উপর স্কি খেলে সে কথাই ফের প্রমাণ করলেন তিনি।
এ সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও পুতিনের সঙ্গে স্কি খেলায় অংশ নেন।
আসন্ন শীতকালীন অলিম্পিক উপলক্ষে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুতিন কয়েকদিন সোচিতে অবস্থান করবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।
অবশ্য বিগত দিনগুলোতে কারাতে কিংবা জুডোতে নিজের দক্ষতার প্রমাণ রেখে ইতোমধ্যে ‘অ্যাকশনম্যান’ এর তকমা জুটেছে পুতিনের।
এর আগে, অবসর যাপনের সময় উদোম গায়ে ঘোড়ায় চড়া কিংবা সাইবেরিয়ার পার্বত্য জলপ্রপাতে সাঁতার কাটার সময় তার দক্ষতার প্রমাণ পাওয়া গেছে। তাকে বরফের মধ্যে হকি খেলতেও দেখা গেছে। (সূত্র: সিএনএন)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/জানুয়ারি ০৪, ২০১৪)