ঈশ্বরদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বোমাবাজি ও গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকটি ব্যাংক ও দোকানপাট ভাঙচুর হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে। মিছিলটি শহরের চাঁদ আলীর মোড়ে পৌঁছলে অতর্কিত বোমা হামলার শিকার হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলী বিশ্বাস অভিযোগ করেন, মিছিলে বিএনপিকর্মীরা হামলা চালিয়েছে।
এ ঘটনার পর বিএনপিকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
দুপুর ২টায় স্থানীয়রা জানান, স্টেশনের একপাশে বিএনপি এবং অন্যপাশে যুবলীগ-ছাত্রলীগের কর্মীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হয়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এর বেশি কিছু এখন বলা সম্ভব না।
বেলা ১টা ৪০ মিনিটের দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা-রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে বিএনপির সমর্থকরা হামলা চালায়। হামলায় ১০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক কন্ট্রোলার জানান, বিএনপিকর্মীরা এ হামলা চালিয়েছে। বিস্তারিত পরে বলা যাবে। এখনো ট্রেনটি হামলাকারীদের কবলে রয়েছে বলে দাবি করেন এই কন্ট্রোলার।
(দ্য রিপোর্ট/এসএ/এএস/সা/জানুয়ারি ৪, ২০১৪)