চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের মতলবে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে ২৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রী ও এলাকাবাসী লঞ্চে হামলা ও ভাঙচুর করেন। হামলায় লঞ্চের চার কর্মচারী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ দ্য রিপোর্টকে জানায়, এমভি সাফিন মিম নামের লঞ্চটি মতলব ফেরিঘাট থেকে শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হয়। লঞ্চটি কিছুদূর যাওয়ার পর দুটি নৌকাযোগে প্রায় ২৫ যাত্রী লঞ্চটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় লঞ্চের ধাক্কায় নৌকাসহ যাত্রীরা নদীতে ডুবে যান।

পরে বিক্ষুব্ধ যাত্রী ও এলাকাবাসী লঞ্চে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা লঞ্চের কর্মচারীদের মারধর করেন।

এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা না হয়ে মতলব ফেরিঘাটে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এমবি/এএস/আরকে/জানুয়ারি ৪, ২০১৪)