রংপুরে যুবকের মৃতদেহ উদ্ধার
রংপুর সংবাদদাতা : রংপুরের গঙ্গাচড়ায় বাদশা (৩৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কৈকুড়ি এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ দ্য রিপোর্টকে জানায়, কৈকুড়ি এলাকার একটি জমিতে বাদশার মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
গঙ্গাচড়া থানার ওসি রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাদশাকে গলায় রশি বেঁধে হত্যা করা হয়েছে। তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/আরআই/এএস/সা/জানুয়ারি ৪, ২০১৪)