দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাব ও সচিবালয়ের পাশে রেলভবনের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রেলভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থলে উপস্থিত এসআই ফরিদ উদ্দিন সরকার জানান, রেলভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে যারা এই কাজটি করেছে তাদের আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই এলাকায় কোনো মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

অপরদিকে সায়েন্সল্যাব মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিউমার্কেট থানার এসআই আব্দুল রশিদ সরকার জানান, শনিবার দুপুর ৩টা দিকে সায়েন্সল্যাব মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/সা/জানুয়ারি ০৪, ২০১৪)