চাঁপাইনবাবগঞ্জ কলেজে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে শনিবার দুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া দ্য রিপোর্টকে জানান, তখন কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছিল। এরই মাঝে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ৫-৬ জনের একটি দল কলেজে ঢুকে বাংলা বিভাগের কাছে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ককটেল হামলার খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/সা/জানুয়ারি ০৪, ২০১৪)